সাতক্ষীরায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, লিফলেট বিতরণ
শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় ঝটিকা মিছিল ও লিফলেট বিতরণ করেছেন দলটির নেতা-কর্মীরা।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে শহরের ডে-নাইট স্কুলের সামনের সড়কে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ পরিবারের ব্যানারে তারা মিছিল বের করেন। পরে সুলতানপুর কাঁচা বাজারে লিফলেট বিতরণ করেন তারা।
কর্মসূচিতে অংশ নেন যুবলীগ নেতা ওয়াহিদ পারভেজ, আব্দুস সেলিম, জেলা শ্রমিক লীগ সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, সাংগঠণিক সম্পাদক মিলন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা আশিক রেজা অপু, রনি প্রমুখ।