একুশের টান প্রজন্মের পর প্রজন্ম বিস্তৃত হয়েছে: প্রধান উপদেষ্টা
একুশের টান প্রজন্মের পর প্রজন্ম বিস্তৃত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, 'একুশের টান বয়সের ঊর্ধ্বে, প্রজন্মের ঊর্ধ্বে। একুশের টান প্রজন্মের পর প্রজন্ম বিস্তৃত হয়েছে। শুধু তাই নয়, এই টান গভীরতর হয়েছে, আমাদের দুঃসাহসী করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থান তারই জ্বলন্ত প্রমাণ।'
আজ (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী 'অমর একুশে বইমেলা' উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
এবারের বইমেলার প্রতিপাদ্য 'জুলাইয়ের গণ-অভ্যুত্থান এবং তার মাধ্যমে নতুন বাংলাদেশের বিনির্মাণ'।
বইমেলায় ৭০৮টি প্রকাশক অংশগ্রহণ করছে, যার মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে ৬০৯টি স্টল স্থাপন করা হয়েছে। গত বছর বইমেলায় মোট ৯৩৭টি স্টল বরাদ্দ করা হয়েছিল ৬৩৫টি প্রতিষ্ঠানের জন্য।
বইমেলায় ৩৭টি প্যাভিলিয়ন রয়েছে-একটি বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং ৩৬টি সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে। এছাড়া, লিটল ম্যাগাজিন কর্নার সোহরাওয়ার্দী উদ্যানের খোলা মঞ্চের কাছে গাছের নিচে স্থাপিত হয়েছে, যেখানে প্রায় ১৩০টি লিটল ম্যাগাজিনের স্টল রাখা হয়েছে।
অনুষ্ঠানে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
৫ আগস্ট জাতির ঘাড়ে দীর্ঘ ১৬ বছর ধরে চেপে থাকা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে মন্তব্য করে তিনি বলেন, 'আমাদের সাহসী তরুণদের এই অভূতপূর্ব আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে।'
এসময় জুলাইয়ের গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো এবং গুরুতর আহত ছাত্র-জনতা-শ্রমিকদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন অধ্যাপক ইউনূস।
প্রধান উপদেষ্টা বলেন, 'বরাবরই একুশে মানে জেগে ওঠা। একুশ মানে আত্মপরিচয়ের সঙ্গে মুখোমুখি হওয়া। একুশ মানে অবিরাম সংগ্রাম। নিজের পরিধিকে আরও অনেক বাড়িয়ে নেওয়া। এবারের একুশের পটভূমিতে আমাদের নতুন দিগন্তে প্রতিস্থাপন করেছে।'
তিনি বলেন, 'বরকত, সালাম, রফিক, জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহাবিস্ফোরক শক্তি। অর্ধশতাব্দী পর এই মহাবিস্ফোরণ গণ-অভ্যুত্থানে দেশ পাল্টে দিল।'
একুশ আমাদের মূল সত্তার পরিচয় উল্লেখ করে ড. ইউনূস বলেন, 'একুশ আমাদের ঐক্যের দৃঢ়বন্ধন। একুশ আমাদের পথ দেখায়। মাত্র ছয় মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে।'
১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলায় প্রবেশ করতে পারবেন না।
ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা চলবে। একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকাল ৮টায় মেলা শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে।