কুষ্টিয়ায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগ নেতা হানিফের বাড়ি
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর থেকেই হানিফ আত্নগোপনে রয়েছেন। এর আগে ৪ আগস্ট হানিফের বাড়ি ভাঙচুর করা হয়েছিল।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/05/img20250205223124.jpg)
ছবি: টিবিএস
কুষ্টিয়ার পিটিআই রোডে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক এমপি মাহাবুব উল আলম হানিফের বাসভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
আজ বুধবার রাত সারে ১০টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা হানিফের বাড়ি ভাঙচুর করে। ভাঙচুর শেষে বাড়িতে আগুনও দেওয়া হয়। পরে একটি বুলডোজার এনে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর থেকেই হানিফ আত্নগোপনে রয়েছেন। এর আগে ৪ আগস্ট হানিফের বাড়ি ভাঙচুর করা হয়েছিল।