ছিনতাই ঠেকাতে ট্রাফিক সার্জেন্টদের ‘স্মল আর্মস’ দেওয়া হবে: ডিএমপি কমিশনার
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/06/traffic_police_1.jpg)
ঢাকার রাস্তায় ছিনতাই ও ডাকাতি রোধে ট্রাফিক সার্জেন্টদের স্মল আর্মস [হালকা অস্ত্র] দেওয়ার পরিকল্পনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
তিনি বলেন, 'আমরা সড়কে ছিনতাইয়ের ঘটনা লক্ষ্য করেছি। তবে জনবল না থাকায় ট্রাফিক সার্জেন্টরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেন না। তাই ট্রাফিক সার্জেন্টদের অস্ত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।'
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উত্তরা আজমপুর কাঁচাবাজার এলাকায় একটি বাস কাউন্টার ও ই-টিকেটিং সিস্টেম উদ্বোধনকালে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এসব কথা বলেন।
ছিনতাইয়ের সংখ্যা কমে গেছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, 'সাম্প্রতিক সময়ে ছিনতাই বেড়ে যাওয়ায় কঠোর অভিযান চালানো হচ্ছে। ব্যাপক ধরপাকড়ের ফলে অসংখ্য ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। যে কারণে গত ১৫ দিনে ছিনতাইয়ের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।'
যাত্রীসেবা ও সড়কে শৃঙ্খলা ফেরাতে কাউন্টার সিস্টেম চালুর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, 'চালক, মালিক ও যাত্রীদের সচেতন হতে হবে। যে কোনো অনিয়ম হলে ট্রাফিক পুলিশের কাছে অভিযোগ করুন।'
এছাড়া, চালকদের উপযুক্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার জন্য মালিকপক্ষকে আহ্বান জানান ডিএমপি কমিশনার।