নগদের কার্যালয়ে দুদকের অভিযান
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/acc.jpg)
বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যানিন্সয়াল প্রতিষ্ঠান নগদ- ব্যবহার করে বিদেশে অর্থপাচারের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগ খতিয়ে দেখতে এর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুদকের সহকারী পরিচালক মো. রুহুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের বিষয়ে রুহুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, 'নগদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা অতিরিক্ত ফি আদায় করে বিদেশি কোম্পানিগুলোর মাধ্যমে বিদেশে টাকা পাঠিয়েছেন। এটা মানিলন্ডারিং সংক্রান্ত অপরাধ।'
তিনি আরও বলেন, 'তাদের ইনভেস্টররা বিদেশি ছিল। আমরা অভিযানে অভিযোগের সত্যতা পেয়েছি।'