ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব ও দেশি পেঁয়াজের সংকটে অস্থির পেঁয়াজের বাজার
চট্টগ্রামের সর্ববৃহৎ পাইকারি ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে পাঁচ দিনের ব্যবধানে সব ধরনের পেঁয়াজের দাম বেড়েছে কেজিপ্রতি পাঁচ থেকে দশ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে তৈরি হওয়া বৈরী আবহাওয়ার কারণে পেঁয়াজের সরবরাহ বাঁধাগ্রস্ত হওয়ায় এবং মৌসুমের শেষ এসে বাজারে দেশি পেঁয়াজের মজুদ কমে আসায় সারাদেশে বাড়ছে পেঁয়াজের দাম।
খাতুনগঞ্জের হামিদ উল্লাহ মিয়া মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "গত সপ্তাহে সাগর উত্তাল থাকায় আমদানি কমেছে টেকনাফ স্থলবন্দর দিয়ে। এছাড়া দেশে গত মৌসুমের দেশি পেঁয়াজের মজুদ প্রায় শেষের দিকে। বৈরী আবহাওয়ার কারণে অন্যান্য দেশ থেকে আমদানি করা পেঁয়াজের সরবরাহও কম।"
নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত পেঁয়াজের দাম কিছুটা বেশি থাকবে বলেও মন্তব্য করেন ইদ্রিস।
শুক্রবার খাতুনগঞ্জের হামিদ উল্লাহ মিয়া মার্কেটে ভারতীয় সাউথ পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৮ থেকে ৪০ টাকা কেজি দরে। কিন্তু এক সপ্তাহ আগেও এ পেঁয়াজ কেজিপ্রতি ৩৩ থেকে ৩৪ টাকায় বিক্রি হয়েছে। ৩৮ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে ভারতীয় নাসিক পেঁয়াজ, সপ্তাহের শুরুর দিকে যার দর ছিল ৩২-৩৩ টাকা কেজি।
এদিকে মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪১ টাকায়, সপ্তাহের শুরুতে যার দাম ছিল ৩০-৩২ টাকা কেজি।
খাতুনগঞ্জের জনৈক ব্যবসায়ী বলয় কুমার পৌদ্দার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "একমাস আগে পাকিস্তান-তুরস্কসহ কয়েকটি দেশ থেকে সামান্য কিছু পেঁয়াজ আমদানি করা হয়েছিলো, সেটা দিয়েই আপাতত বাজার চলছে। বাজারে নতুন চালান না এলে পেঁয়াজের দাম কমবে না।"
বর্তমানে খাতুনগঞ্জ বাজারে মিশরীয় পেঁয়াজ কেজিপ্রতি ৩৫-৩৮ টাকা, তুরস্কের পেঁয়াজ ৩৪-৩৫ টাকা, পাকিস্তানি পেঁয়াজ ৩৫-৩৮ টাকা ও চীনা পেঁয়াজ ৩৩ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের শুরুর দিকে এসব পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ২৮ থেকে ৩০ টাকার মধ্যে।
চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ দপ্তরের উপপরিচালক নাসির উদ্দিন বলেন, "চলতি বছরের জুলাই থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৯ হাজার ২০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে চট্টগ্রাম বন্দর দিয়ে। এর বেশির ভাগই টিসিবির জন্য। কিছু পেঁয়াজ এসেছে বেসরকারিভাবে, কিন্তু পরিমাণ খুবই সামান্য।"
"অনেক আমদানিকারক বিপুল পরিমাণ আমদানি অনুমতিপত্র নিয়েছেন ঠিকই, কিন্তু বাজারে দাম কমে যাওয়ায় আর আমদানি করছেন না। এ কারণে চট্টগ্রাম বন্দর দিয়ে বড় আকারে পেঁয়াজ আমদানি হয়নি," যোগ করেন তিনি।
দাম বেড়েছে রাজধানীর বাজারেও
চট্টগ্রামের বাজারে দেশি পেঁয়াজের দেখা না মিললেও রাজধানীর বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে। গত সপ্তাহের শুরুতে এই পেঁয়াজ কেজিপ্রতি ৬০ টাকায় বিক্রি হয়েছে।
ঢাকায় আমাদানি করা পেঁয়াজ পাঁচ থেকে দশ টাকা বেড়ে প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় দেশে পেঁয়াজের সরবরাহ অনেক কম। যে কারণে না পেঁয়াজের দাম এখনই কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।