মদ কেন মাদকদ্রব্য? হাইকোর্টের প্রশ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর আওতায় মদকে মাদকদ্রব্যের আইনের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এই আইনে মদকে 'মাদকদ্রব্য' শ্রেণিতে অন্তর্ভুক্ত করাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৩ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলিরুজামানের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
আগামী ৪ সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই রুলের ব্যাখ্যা দিতে বলেছেন আদালত। সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
রিট আবেদনটি দায়ের করেন আর জে টাওয়ার হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফারুক।
রিট আবেদনে আবেদনকারীরা বলেন, মদ আমদানিযোগ্য ও রপ্তানিযোগ্য পণ্য। কাজেই মদ ও মাদকদ্রব্য এক নয়। আবেদনকারীরা আরও বলেন, মাদকদ্রব্যের শ্রেণিতে অন্তর্ভুক্তির কারণে মদের ব্যবসা করতে তারা সমস্যায় পড়ছেন।
আদালতের আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আহসানুল করিম। আর রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্ব করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।