হাসপাতালে ওবায়দুল কাদের
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন তিনি।
বিএসএমএমইউ'র ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।
তবে তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এর আগে ২০১৯ সালের ২ মার্চ শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের। তখন তার করোনারি ধমনীতে তিনটি ব্লক ধরা পড়ায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।
এরপর ২০ মার্চ বাইপাস সার্জারি করা হয়। সিঙ্গাপুরে দুই মাসের মতো চিকিৎসা নিয়ে ১৫ মে দেশে ফেরেন তিনি।