লঞ্চটির ইঞ্জিনে ত্রুটি ছিল: তদন্ত কমিটি
এমভি অভিযান-১০ লঞ্চের ইঞ্জিন রুম থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রথমিকভাবে ধারণা করছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। কমিটি জানিয়েছে, লঞ্চটির ইঞ্জিনেও ত্রুটি ছিল।
তদন্ত দলের প্রধান নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো তোফায়েল ইসলাম রোববার দুপুরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গতকাল আমরা লঞ্চে পরিদর্শন করে, বিভিন্ন বিষয় খুঁটিয়ে দেখেছি। তাতে লঞ্চের ইঞ্জিনে কিছু ত্রুটি পেয়েছি।
"এতে মনে করছি আগুনের সূত্রপাত ইঞ্জিন রুম থেকেই হতে পারে এবং কোনো বাধা না পাওয়ায়, পরে তা সমস্ত লঞ্চে ছড়িয়ে গেছে বলেই আমাদের ধারণ।"
তিনি আরও বলেন, তদন্ত চলমান থাকায়, তা শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত কিছুই বলা যাবে না।
ইঞ্জিনের পাশের রান্নাঘর। সেখানে ছিল গ্যাস সিলিন্ডার। সেই সিলিন্ডার অবস্থার বিষয় জানতে চাইলে তিনি জানান, আমরা গ্যাস সিলিন্ডার অক্ষত অবস্থায় পেয়েছি।
তোফায়েল ইসলাম বলেন, "যদি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হত তাহলে বিকট শব্দ হত এবং রান্নাঘর ও আশে পাশে ধ্বংস হয়ে যেত। কিন্তু তেমন কিছু হয়নি। তাই সিলিন্ডার দ্বারা কোন ক্ষতি হয়নি বলেই মনে হচ্ছে।"
তিনি বলেন, "তাছাড়া গতকাল আমরা প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথেও কথা বলেছি। তারাও গ্যস সিলিন্ডার ব্লাস্টের মত কোন তথ্য দিতে পারেনি।"
"ইঞ্জিন ছাড়াও আমরা লঞ্চে অনিয়ম পেয়েছি। লঞ্চটি যে মাস্টারের চালানোর কথা ছিল, তিনি চালাচ্ছিলেন না। জানতে পেরেছি চলন্ত অবস্থায় লঞ্চটি একটা পাড়েও ধাক্কা দিয়েছিল।"
"এই মুহূর্তে আমরা বরগুনা যাচ্ছি ভুক্তভোগীদের সাথে কথা বলতে। তাদের কাছ থেকে তথ্য নিয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারব বলে আশাকরি," জানান নৌপরিবহন মন্ত্রণালয়ের এই যুগ্ম সচিব।