গুলিস্তানে বাসচাপায় নিহত ২: এএসআই এমাদুলের বিরুদ্ধে মামলা
রাজধানীর গুলিস্তানে বাসচাপায় দুইজনকে হত্যার অভিযোগে পল্টন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এমাদুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ (৩১ ডিসেম্বর) এমাদুলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করবে পুলিশ। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার গুলিস্তান ট্রেড সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন আহত হয়, যাদের মধ্যে দু'জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়ার পর মারা যান।
ঘটনার পর এমাদুলকে আটক করেছে পল্টন থানা পুলিশ। বাসটি ছিল শ্রাবণ পরিবহনের।
নিহতরা হলেন- নগরীর জুরাইনের বাসিন্দা রাইসুল কবির তুষার (৩৫) ও যুক্তরাষ্ট্র প্রবাসী শুক্কুর মাহমুদ (৫৮)।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে এএসআই এমাদুল বাসটি জব্দ করেন এবং চালকের পরিবর্তে নিজেই সেটি চালিয়ে নিতে থাকেন।
গুলিস্তানের নিকটস্থ পুলিশ বক্সে নিয়ে যাওয়ার সময় এমাদুল বাসের স্টিয়ারিংয়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়ক বিভাজকের ওপর উঠে যায় এবং বেশ কয়েকজন পথচারী আহত হন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী আরও জানান, বাসটি আগেই একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে আহত করেছিল। সে দুর্ঘটনার পর চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।