সাবেক ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিকের ৮ বছরের কারাদণ্ড
ঘুষগ্রহণ ও অর্থপাচারের অভিযোগে বরখাস্ত হওয়া কারাগারের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিকের ৮ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৯ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।
এর আগে গত ২৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে একই আদালতের বিচারক রায়ের জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করেন।
এ মামলায় বিভিন্ন সময়ে আদালতে সাক্ষ্য দেন ১২ জন।
২০১৯ সালের ২৮ জুলাই সিলেট কেন্দ্রীয় কারাগারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ে পার্থ গোপাল বণিককে জিজ্ঞাসাবাদ করা হয়। একই দিনে পার্থ গোপাল বণিকের ধানমন্ডির ফ্ল্যাটে অভিযান চালিয়ে নগদ ৮০ লাখ টাকা উদ্ধার করে দুদক। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৯ জুলাই তার বিরুদ্ধে মামলা করে দুদক।
গ্রেপ্তারের পর পার্থ জানান যে, তার ব্যবহৃত গাড়িটি আসলে তার বন্ধুর। পার্থ আরও দাবি করেন যে, অভিযানে প্রাপ্ত ৮০ লাখ টাকা তার বৈধ আয় থেকে অর্জিত। যার মধ্যে ৩০ লাখ টাকা তার শাশুড়ি তাকে দিয়েছেন এবং সারাজীবনের সঞ্চয় থেকে বাকি ৫০ লাখ টাকা রেখেছেন।
ওই মামলায় প্রথমে জামিন পান পার্থ। তবে গত বছরের ২ সেপ্টেম্বর হাইকোর্ট পার্থর জামিন বাতিল করে ২০ সেপ্টেম্বরের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।