ফাইজারের পরিবর্তে বুস্টার হিসেবে দেওয়া হবে মডার্নার টিকা
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/01/13/capture.jpg)
ফাইজারের টিকার পরিবর্তে মডার্নার কোভিড-১৯ টিকা বুস্টার ডোজ হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশে বর্তমানে যে পরিমাণ টিকা রয়েছে তার সংখ্যা এবং দেশের সবার জন্য টিকা নিশ্চিতের বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য পরিষেবার অধিদপ্তর (ডিজিএইচএস) এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে সরকারের ইনোকুলেশন কর্মসূচির সাথে যুক্ত দেশের সব সংশ্লিষ্ট মেডিকেল কর্তৃপক্ষকে এ নির্দেশনা অনুসরণের নির্দেশ দিয়েছে।
এখন পর্যন্ত যেসব স্কুল ও কলেজ শিক্ষার্থী ফাইজারের প্রথম ডোজ পেয়েছেন, তাদের জন্য ফাইজারের টিকা সংরক্ষিত থাকবে।
৩০ জানুয়ারির মধ্যে মাধ্যমিক এবং টারশিয়ারি স্তরের প্রায় এক কোটি শিক্ষার্থীকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার।
১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা তাদের স্কুল এবং কলেজের পরিচয়পত্র দেখিয়ে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে টিকা নিতে পারবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনায় সব শিক্ষার্থীর ভ্যাকসিন নিশ্চিত করার উপায় বের করবে শিক্ষা মন্ত্রণালয়।