কোভিড-১৯: রেড জোনে আরও ১০ জেলা
কোভিড-১৯ এবং এর ওমিক্রন ভ্যারিয়েন্টেরর উচ্চ সংক্রমণ ও মৃত্যু হারের কারণে আরও ১০টি জেলাকে 'রেড জোন' হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
ইতোমধ্যে, আরও ২৬টি জেলাকে 'ইয়েলো জোন' বা মধ্য স্তরের ঝুঁকিতে থাকা অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এর আগে ১২ জানুয়ারি, ১০ শতাংশের বেশি সংক্রমণ হারের জন্য রাজধানী ঢাকা ও রাঙ্গামাটিকে রেড জোন এবং যশোর, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট, নাটোর, রংপুরকে ইয়েলো জোন হিসেবে চিহ্নিত করে স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তর (ডিজিএইচএস)।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, দেশে এখন রেড জোন আছে মোট ১২টি এবং ইয়েলো জোন আছে ৩১টি।
অন্যদিকে ২১টি জেলাকে 'গ্রিন জোন' হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ইয়েলো জোনে থাকা জেলাগুলোতে সংক্রমণের হার ৫ শতাংশ থেকে ৯ শতাংশের মধ্যে। গ্রিন জোনে এই হার ৫ শতাংশের নিচে।