কোভিড-১৯: দৈনিক মৃত্যু বেড়ে দাঁড়াল ১২ জনে, ১১ হাজার বেশি সংক্রমণ শনাক্ত
মহামারির নতুন ঢেউ দিনে দিনে বেড়েই চলেছে। দৈনিক মৃত্যু ও শনাক্তকৃত সংক্রমণ দুইই বেড়েছে শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ৮টা নাগাদ গত ২৪ ঘণ্টায়। এসময় ১২ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, আর সংক্রমণ শনাক্ত করা হয়েছে ১১ হাজার ৪৩৪ জনের।
পজিটিভ শনাক্তের হারও গতদিনের ২৬.৩৭ শতাংশ থেকে বেড়ে ২৮.৪৯ শতাংশ হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ১০ হাজার ৮৮৮ জনকে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত ও চার জনের মৃত্যুর কথা জানিয়েছিল জনস্বাস্থ্য কর্তৃপক্ষ।
আজকে প্রদত্ত সংখ্যা যোগ হয়ে এপর্যন্ত দেশে করোনা মহামারিতে মৃতের সংখ্যা ২৮ হাজার ১৯২ জনে উন্নীত হলো। আর মোট শনাক্ত বেড়ে দাঁড়াল ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬।
গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য কর্মকর্তারা ৪০ হাজার ১৪৩টি নমুনা পরীক্ষা করেছেন।
মৃতদের মধ্যে ছয় জন ছিলেন ঢাকা বিভাগের। এছাড়া সিলেটে দুই জন এবং চট্টগ্রাম, খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা যান।