২৪ জানুয়ারি থেকে ৫০ শতাংশ জনবলে সরকারি, বেসরকারি অফিস পরিচালনার নির্দেশ
দেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় নতুন বিধিনিষেধ আরোপ করেছে সরকার। যার আওতায় আগামীকাল সোমবার, ২৪ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত অফিস অর্ধেক সংখ্যক জনবল দিয়ে পরিচালনা করতে হবে।
রোববার (২৩ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা প্রেরিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।
আদালতের কার্যক্রমও এই বিধিনিষেধের আওতায় আসবে। এব্যাপারে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।