করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে ১৭, ২৪ ঘণ্টায় পজিটিভ শনাক্ত ১৫,৫২৭ জন
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৭ জন। একইসঙ্গে আরও ১৫ হাজার ৫২৭ জনের মধ্যে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) সকাল আটটা নাগাদ গেল ২৪ ঘণ্টার এসব মৃত্যু ও শনাক্তের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ সময়ে দেশজুড়ে ৪৯ হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়, যাতে পজিটিভ শনাক্তের হার বেড়ে ৩১.৬৪ শতাংশে পৌঁছেছে।
এর আগের দিন মঙ্গলবার জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ১৬ হাজার ৩৩ জনকে পজিটিভ শনাক্তের কথা জানায়; অর্থাৎ সংক্রমণ হার ছিল ৩২.৪০ শতাংশ; যা ছিল ২০২০ সালে দেশে মহামারি হানা দেওয়ার পর দ্বিতীয় সর্বোচ্চ দৈনিক শনাক্ত ও সংক্রমণ হার।
সর্বশেষ সংখ্যা যোগ হয়ে দেশে কোভিড-১৯- এ মৃতের সংখ্যা ২৮ হাজার ২৭৩ জনে দাঁড়িয়েছে, আর মোট শনাক্তের সংখ্যা হয়েছে ১৭ লাখ ৩১ হাজার ৫২৪।
বুধবার যাদের মৃত্যুর কথা জানানো হয়; তাদের মধ্যে ঢাকা বিভাগে ১০ ও চট্টগ্রামে চার জন মারা গেছেন। এছাড়া, ময়মনসিংহ, রাজশাহী ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
গেল ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগমুক্ত ঘোষণা করা হয়েছে ১ হাজার ৫২ জন রোগীকে, আরোগ্য হার এখন ৯০ দশমিক ৫২ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চে বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়, আর ওই মাসেরই ১৮ তারিখে প্রথম মৃত্যুর কথা জানায় জনস্বাস্থ্য কর্তৃপক্ষ।