করোনায় আরও ১৫ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১৫,৮০৭
করোনাভাইরাস সৃষ্ট রোগ কোভিড-১৯ আরও ১৫ জনের মৃত্যুর কারণ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ ২৪ ঘণ্টার এই সময়ে সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ১৫ হাজার ৮৭ জনের।
এদিকে পজিটিভ শনাক্তের হারও এক দিন আগের ৩১.৬৪ শতাংশ থেকে বেড়ে ৩১.৯৮ শতাংশ হয়েছে।
গত বুধবার দেশে ১৭ জনের মৃত্যু ও ১৫ হাজার ৫২৭ জন করোনা আক্রান্তকে শনাক্ত করা হয়।
এপর্যন্ত দেশে মোট ২৮ হাজার ২৮৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে প্রাণঘাতী কোভিড। আর মোট সংক্রমণ শনাক্ত হয়েছে ১৭ লাখ ৪৭ হাজার ৩৩১।
আজ দিনে যাদের মৃত্যুর কথা জানানো হয় তাদের মধ্যে ৮ জন মারা গেছেন ঢাকা বিভাগে। তিন জন চট্টগ্রামে ও দুজন রাজশাহীতে। এছাড়া, বরিশাল ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় ভাইরাল রোগটি থেকে সুস্থতা লাভ করেছেন ১,০৩৭ জন রোগী। সুস্থতার হার এখন ৮৯.৯৪ শতাংশ।