কোভিড-১৯ আক্রান্ত হওয়ার এক বছর পরও উপসর্গ থাকে: আইইডিসিআর
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এক বছর পরও কোভিড-১৯ পরবর্তী উপসর্গে ভুগতে পারে রোগীরা। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর এক গবেষণা সূত্রে একথা জানানো হয়েছে।
গবেষণা অনুসারে, এক বছর পরও ৪৫ শতাংশ মানুষের শরীরে কোভিড-১৯ পরবর্তী উপসর্গ দেখা গেছে। আক্রান্ত হওয়ার ৩ মাস পর ৭৮ শতাংশের শরীরে উপসর্গ দেখা গেছে। এছাড়া ছয় মাস ৬ মাস পর ৭০ শতাংশ এবং নয় মাস পর ৬৮ শতাংশ এসব উপসর্গের শিকার।
বুধবার (২৬ জানুয়ারি) নিজস্ব ওয়েবসাইটে গবেষণার বিস্তারিত প্রকাশ করে আইইডিসিআর।
গবেষণা প্রতিবেদনটি জানিয়েছে, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের কোভিড-১৯ পরবর্তী উপসর্গে আক্রান্ত হওয়ার আশংকা কমাতে নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন মোতাবেক নিয়মিত ওষুধ সেবন করা জরুরি। কারণ অন্যদের তুলনায় তাদের ক্ষেত্রেই উপসর্গে ভোগার ঝুঁকি থাকে ২-৩ গুণ বেশি।
নিয়মিত ওষুধ গ্রহণ করলে কোভিড পরবর্তী উপসর্গে ভোগার ঝুঁকি উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে ৯ শতাংশ এবং ডায়াবেটিস রোগীদের বেলায় ৭ শতাংশ কমে যায়।
আইইডিসিআর- এর ফিল্ড এপিডেমিওলজি ট্রেনিং প্রোগ্রাম যুক্তরাষ্ট্রের সিডিসির সাথে যৌথভাবে গবেষণাটি করেছে, যার মূল বিষয় ছিল কোভিড-১৯ আক্রান্ত হয়ে সেরে ওঠাদের পোস্ট-কোভিড উপসর্গে ভোগান্তি।
তবে এ গবেষণা কতজন রোগীর ওপর পরিচালিত হয়েছে সেই তথ্য জানায়নি আইইডিসিআর।