একদিনে সর্বোচ্চ শনাক্তের হার ৩৩.৩৭ শতাংশ, মৃত্যুও বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে
একদিনে সর্বোচ্চ বা ৩৩.৩৭ শতাংশ দৈনিক শনাক্তের হার দেখলো বাংলাদেশ। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৮টা নাগাদ সময়ের এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এসময় দেশে আরও ২০ জনের প্রাণ কেড়েছে প্রাণঘাতী কোভিড-১৯। আর সংক্রমিত শনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪০ জন।
সারাদেশে ৪৬ হাজার ২৬৮ জনের নমুনা পরীক্ষার পর শুক্রবার রেকর্ড শনাক্ত হারের কথা জানায় জনস্বাস্থ্য কর্তৃপক্ষ।
এর আগের দিন ১৫ জনের মৃত্যু ও ১৫ হাজার ৮০৭ জন করোনাভাইরাস আক্রান্তকে শনাক্ত করার তথ্য দেওয়া হয়।
সবশেষ সংখ্যা যোগ হয়ে দেশে কোভিড-১৯ জনিত কারণে মৃতের সংখ্যা ২৮ হাজার ৩০৮ এবং সংক্রমণ শনাক্তের সংখ্যা ১৭ লাখ ৬২ হাজার ৭৭১- এ উন্নীত হয়েছে।
কোভিড পরিস্থিতির অবনতিশীল হওয়ার এ সময়ে দৈনিক মৃত্যু সংখ্যায় ঢাকা বিভাগকে পেছনে ফেলেছে চট্টগ্রাম। শুক্রবার চট্টগ্রামের ৯ জনের মৃত্যুর কথা জানানো হয়, আর ঢাকায় মারা গেছেন পাঁচ জন।
এছাড়া, রাজশাহী ও সিলেট বিভাগে দুইজন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
বিগত ২৪ ঘন্টায় ১,৩২৬ জনকে কোভিড মুক্ত ঘোষণা করা হয়েছে, সুস্থতার হার এখন ৮৮.৬৩ শতাংশ।
দেশে করোনাভাইরাস প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যুর ঘটনা ঘটে একই মাসের ১৮ তারিখে।