বইমেলা চলবে ১৪ দিন, তবে করোনা পরিস্থিতির উন্নতি হলে ১৭ মার্চ পর্যন্ত
করোনাভাইরাসের উর্ধ্বগতির কারণে এবারের অমর একুশে বইমেলা ১৪ দিন চলবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তবে করোনা পরিস্থিতির উন্নতি হলে সরকার বইমেলার সময়সীমা বাড়াতে পারে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বাংলা একাডেমীর কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অমর একুশে বইমেলা ব্যবস্থাপনা কমিটির তৃতীয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রেস রিলিজে বলা হয়েছে, এবারের বইমেলা প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত চলবে।
তবে শুক্রবার, শনিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে সকাল ১১টা থেকে আরম্ভ হবে বইমেলা। ২১শে ফেব্রুয়ারিতে বইমেলা সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত।
কে এম খালিদ বলেন, "এবারের মেলায় শিশুদের জন্যও থাকবে আকর্ষণীয় কিড'স কর্ণার। মেলায় যেন কেউ পাইরেটেড বই বিক্রি করতে না পারে, সে বিষয়ে নজরদারির জন্য একটি টাস্ক ফোর্স নিয়োজিত থাকবে।"
তিনি আরও জানান, মহামারির কারণে প্রকাশকরা যেন কোনো ক্ষতির সম্মুখীন না হন, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিবে বাংলা একাডেমী।
সভায় উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা, বাংলা একাডেমির সদস্য সচিব এএইচএম লোকমান, অমর একুশে বইমেলা ২০২২ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ এবং কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ।