এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৯ জুন ও ২২ আগস্ট
২০২১-২২ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৯ জুন ও ২২ আগস্ট।
আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। রোববার (২৭ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষা থেকে কিছু বিষয় বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বৈঠকে উপস্থিতদের সূত্রে জানা গেছে, এবার এসএসসি পরীক্ষা থেকে ৩টি বিষয় বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ বিষয়গুলো হলো: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ধর্ম এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়।
এইচএসসি পরীক্ষা থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
এছাড়াও যে সব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা নেই সেগুলোর নাম্বার বণ্টন হতে পারে: সৃজনশীল-৪০, এমসিকিউ-১৫ (মোট ৫৫)। যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা আছে, সেগুলোর নাম্বার বণ্টন হতে পারে: সৃজনশীল-৩০, এমসিকিউ-১৫ (মোট ৪৫)।
পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষার আগে নির্বাচনী পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তে ভোট দিয়েছে বেশিরভাগ বোর্ডের চেয়ারম্যান।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, "বৈঠকে অনেক প্রস্তাব উত্থাপন করা হলেও এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।"
এর আগে গত ২০ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জারি করা এক চিঠিতে এই দুটি পরীক্ষার তিনটি বিষয়ের পাঠ্যসূচি সংশোধন করা হয়।
এসএসসির বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে।
গত বছরের মতো এবারও কোভিড-১৯ মহামারির কারণে সরকার এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা তারিখ পিছিয়ে এনেছে। সাধারণত এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।