আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি ৭৮ হাজার টাকা
বৃহস্পতিবার (৩ মার্চ) থেকেই স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বিশ্ববাজারে দাম বাড়ার প্রেক্ষিতে বাংলাদেশের বাজারেও স্বর্ণের দাম প্রতি ভরিতে ৩,২৬৫ টাকা বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন ৭৮ হাজার ২৬৫ টাকা।
এর পরেই ২১ ক্যারেট স্বর্ণের দাম বাড়িয়ে প্রতি ভরিতে ৭৪ হাজার ৭৪০ টাকা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) থেকেই স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।