অনলাইনে খাদ্য মজুদ ও বাজার পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হবে: খাদ্যমন্ত্রী
খাদ্যশস্য সংগ্রহ, চলাচল, বিতরণ এবং সংরক্ষণে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার শীঘ্রই অনলাইন খাদ্য মজুদ এবং বাজার পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ মঙ্গলবার (১৫ মার্চ) ঢাকায় সিরডাপ আন্তর্জাতিক মিলনায়তনে 'অনলাইন ফুড স্টক অ্যান্ড মার্কেট মনিটরিং সিস্টেম' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও জানান, স্বচ্ছতা নিশ্চিত করতে খাদ্য অধিদপ্তরের কার্যক্রম অনলাইন মনিটরিংয়ের আওতায় আনা হবে।
তিনি বলেন, খাদ্য মন্ত্রণালয় সততায় পিছিয়ে নেই। প্রযুক্তি ব্যবহারেরও পিছিয়ে থাকবে না।
জানা যায়, বেক্সিমকো কম্পিউটারস লিমিটেড বাংলাদেশ, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, ভারতের টেক মাহিন্দ্রা লিমিটেড এবং টেক ভ্যালি নেটওয়ার্ক লিমিটেড জেভি এই প্রকল্পে কাজ করছে। প্রকল্পের চুক্তিমূল্য ২৬১ কোটি ৭১ লাখ টাকা।
মন্ত্রী বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে একটি কেন্দ্রীয় ডাটাবেস তৈরি হবে যা খাদ্যশস্য সংগ্রহ, চলাচল, বিতরণ এবং সংরক্ষণ কার্যক্রমে আমূল পরিবর্তন নিয়ে আসবে।
প্রকল্পের আওতায় দুই হাজার ৫০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ১২ শতাধিক এলাকাকে (সিএসডি ও এলএসডি) যুক্ত করা হবে।
২৮ মাস মেয়াদি প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী বছরের অক্টোবরে।