আজ বৈঠকে বসছে চাঁদ দেখা কমিটি
সিয়াম সাধনা ও রোযা রাখার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের মাস পবিত্র রমজান শুরুর দিন নিশ্চিত করতে আজ (২ এপ্রিল) বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
মাগরিবের নামাজের পর সন্ধ্যা ৬টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক।
দেশের কোথাও চাঁদ দেখা গেলে 02-223381725, 02-41050912, 02-41050916, এবং 02-41050917 নম্বরে ফোন করে বা 02-223383397 এবং 02-9555951 নম্বরে ফ্যাক্স করে তা কমিটিকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় সৌদি আরবে রমজানের অর্ধচন্দ্রাকার চাঁদ দেখা গেছে।