বিএসএমএমইউর অনারারি শিক্ষক হচ্ছেন সায়মা ওয়াজেদ
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) 'ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিসঅর্ডার অ্যান্ড অটিজম (ইপনা)'র অনারারি শিক্ষক হওয়ার প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানান।
উপাচার্য বলেন, "দুই মাস আগে আমাদের লাস্ট সিন্ডিকেট মিটিংয়ে সায়মা ওয়াজেদকে ইপনার অনারারি শিক্ষক হিসেবে যোগদানের আমন্ত্রণ জানানো হয়। পরবর্তীতে তাকে চিঠি দিয়ে সে বিষয়ে জানানো হয়েছে। তিনি আমাদের প্রস্তাব গ্রহণ করেছেন। তিনি যখন দেশে আসবেন তখন তার সুবিধামত সময়ে বিএসএমএমইউতে ক্লাস নিবেন।"
সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক অ্যাডভাইজরি প্যানেলের বিশেষজ্ঞ এবং বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। দেশে ফেরার পর তিনি ইপনার ডাক্তারদের এবং অটিজম আক্রান্ত শিশুদের জন্য প্রতিষ্ঠিত স্কুলের শিক্ষকদের ক্লাস নিবেন ও প্রশিক্ষণ দিবেন।
উপাচার্য আরও বলেন, বিএসএমএমইউ এর এক গবেষণা দেখা গেছে, প্রতি ১০ হাজার শিশুর মধ্যে ১৭ জন অটিজম সংক্রান্ত বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন রয়েছে। আমাদের এখানে অটিজম নিয়ে শিক্ষা- প্রশিক্ষণ, চিকিৎসা ও গবেষণার সুযোগ রয়েছে। তাই তাদের নিয়ে কেউ দুশ্চিন্তা না করে এ সুযোগকে কাজে লাগাতে হবে।