ডিজিটাল মিডিয়া রেগুলেশনের খসড়া সংবিধানের সাথে সাংঘর্ষিক: টিআইবি
অনলাইন প্ল্যাটফর্ম ঝুঁকিমুক্ত করার জন্য 'রেগুলেশন ফর ডিজিটাল, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওটিটি প্ল্যাটফর্মস' নামে যে খসড়া প্রণয়ন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), তা সংবিধানের সাথে পুরোপুরি সাংঘর্ষিক বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, "অনলাইন প্ল্যাটফর্ম ঝুঁকিমুক্ত করার জন্য রেগুলেশনটি করার কথা বলা বলা হলেও, মাথা ব্যথামুক্ত করার জন্য পুরো মাথা কেটে ফেলার সিদ্ধান্তের মতো অবস্থা হয়েছে খসড়া রেগুলেশনে। এই রেগুলেশন চূড়ান্ত করা হলে জনগণের সাংবিধানিক অধিকার ক্ষুন্ন হবে।"
তিনি আরও বলেন, "এই খসড়া পুরোপুরি সংবিধানের সাথে সাংঘর্ষিক। তাই খসড়াটি সংশোধন না করে পুরো বাতিল করে, নতুন একটি খসড়া প্রণয়ন করতে হবে।"
রবিবার 'দ্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন রেগুলেশন ফর ডিজিটাল, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওটিটি প্লাটফর্মস ২০২১" শীর্ষক খসড়া নীতিমালা বিষয়ক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই দাবি জানান ড. ইফতেখারুজ্জামান।