তিনটি ইতালিয়ান কম্প্রেসর ব্র্যান্ড কিনবে ওয়ালটন
ইতালির রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ইটালিয়া ওয়ানাবো-এসিসি'র তিনটি কমপ্রেসর ব্র্যান্ড কিনতে যাচ্ছে বাংলাদেশি ইলেকট্রনিক জায়ান্ট ওয়ালটন।
ব্র্যান্ড তিনটি হলো, এসিসি, জানুসি ইলেট্রোমেকানিকা (জেডইএম) ও ভারডিকটার (ভিওই)।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে ওয়ালটন। তবে ক্রয়মূল্যের ব্যাপারে কিছু জানায়নি কোম্পানিটি।
ওয়ালটনে একজনের কর্মকর্তা জানিয়েছেন, টেন্ডারের মাধ্যমে (উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে) কোম্পানিটি ওয়ালটনের কাছে এর কম্প্রেসর ইউনিট বিক্রি করেছে। আগামী তিন মাসের মধ্যে চুক্তি সম্পন্ন হবে।
চুক্তি অনুযায়ী, ইতালিতে উৎপাদন বন্ধ করে দেবে ইটালিয়া ওয়ানাবো-এসিসি। বছরে ৩২ লাখ ইউনিট কম্প্রেসর উৎপাদনের সক্ষমতা সম্পন্ন ফ্যাক্টরি বাংলাদেশে পাঠানো হবে। এর ফলে বছরে ৪৮ লাখ ইউনিট উৎপাদন ক্ষমতা হবে ওয়ালটনের।
ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অঙ্গপ্রতিষ্ঠান খুলবে ওয়ালটন।
বাংলাদেশ ও অন্যান্য দেশে ইটালিয়া ওয়ানাবো-এসিসি নামেই কম্প্রেসর বিক্রি করবে ওয়ালটন। প্রাথমিকভাবে ইতালিয়ান কোম্পানিটি থেকে কম্প্রেসর কিনে ব্যবসা শুরু করে ওয়ালটন।
গত ৫০ বছর ধরে ব্যবসা করছে এই ইতালিয়ান কোম্পানিটি, ৫৭টি দেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম চলে।
এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করতে হবে ওয়ালটনকে। বেশিরভাগ অর্থায়ন আসবে জার্মানি ভিত্তিক ডিইজি ও অস্ট্রিয়ান ওইইবি থেকে।