২৮ দিন পর কর্মস্থলে শিক্ষক হৃদয় মণ্ডল
২৮ দিন পর গতকাল মঙ্গলবার কর্মস্থলে ফিরেছেন শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। তার কর্মস্থলে ফেরাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা দেয়। এসময় শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও স্থানীয়দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য স্কুল কমিটির আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়। এর আগে গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল তার দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান ক্লাসে শিক্ষার্থীদের পাঠদান করেন।
হৃদয় চন্দ্র মণ্ডল সভায় বলেন, "আমাকে নিয়ে এরকম একটি সভা হবে আমি কল্পনাও করতে পারিনি। সৃষ্টিকর্তা যা করেন মঙ্গলের জন্যই করেন। বিদ্যালয়ে যোগদানের পর থেকে আমার ছাত্ররা রেজাল্ট ভালো করতে শুরু করলে আশেপাশের যেসকল স্কুল রয়েছে তাদের থেকে আমরা এগিয়ে থাকি। আমার ছাত্রদের মধ্যে যারা বিদেশে থাকে, তারা আমাকে ফোন করেছে। আমি তাদের বলেছি, সমাজে ঘুণ ধরেছে, চিন্তা করো না এখনো সমাজে মানুষ ভালো মানুষ আছে। সমাজের প্রতিহিংসা তারা প্রতিকার করবেই।"
সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর ঘোষ, জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি হামিদা খাতুন, জেলা বার কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক নাসিমা আক্তার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য রঞ্জন সাহা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর খান প্রমুখ।
উল্লেখ্য, গত ২২ মার্চ ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে হৃদয় মণ্ডলকে জেলহাজতে প্রেরণ করা হয়। ১০ এপ্রিল জেলা জজ ও দায়রা আদালত তার জামিন মঞ্জুর করেন। পরবর্তীতে কয়েক সপ্তাহের মধ্যে প্রথম ১২ এপ্রিল তিনি স্কুলে আসেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির কাছে একটি স্টেটমেন্ট দেন।