নিউমার্কেট সংঘর্ষে হেলমেটধারী সবাই সন্ত্রাসী: ডিবি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেছেন, নিউমার্কেটে হেলমেট মাথায় দিয়ে হামলায় অংশ নেওয়া সবাই সন্ত্রাসী।
"তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে," বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন তিনি।
রাজনৈতিক বিবেচনায় নয়, হেলমেটধারীদের সন্ত্রাসী হিসেবেই গ্রেপ্তার করা হবে বলে উল্লেখ করেন মাহবুব আলম। তিনি বলেন, তাদের চিহ্নিত করা হয়েছে ও গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী মুরসালিনের হত্যাকারীদের এখনও চিহ্নিত করা যায়নি। ইটের আঘাতে তার মৃত্যু হয়েছে। যারা ইটপাটকেল ছুড়েছে তাদের থেকে হত্যাকারীকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে উল্লেখ করেন তিনি।
এছাড়া নাহিদ হত্যার ভিডিও ফুটেজ দেখে হত্যাকারী শনাক্তের কাজ এগিয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
গ্রেপ্তারে বিলম্ব হওয়ার বিষয়ে তিনি বলেন, ঢাকা কলেজের হোস্টেল বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই বাড়ি চলে গেছেন অথবা আত্মগোপনে আছেন। তবে ডিবির একাধিক টিম তাদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত সপ্তাহের সোমবার রাতে একটি ফাস্ট ফুডের দোকানে দ্বন্দ্বের পর ১৯ এপ্রিল নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্র ও দোকানদারদের একটি গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষে ২ জন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়।
এ সহিংসতার ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়। গত ২২ এপ্রিল নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেনের বিরুদ্ধে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়া, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের উপর হামলা এবং সংঘর্ষের সময় সম্পত্তির ক্ষয়-ক্ষতির অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ।