ফসল রক্ষা বাঁধ কাটার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা
নিজের জলমহালে মাছ ঢোকাতে রাতের আঁধারে হাওরের ফসল রক্ষা বাঁধ কেটে দেওয়ার অভিযোগে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার এক সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী ওবায়দুল হক বাদী হয়ে খালিয়াজুরী থানায় এ মামলাটি দায়ের করেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় অভিযুক্তদের প্রধান লোকমান হেকিম খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পাউবোর উপ-সহকারী প্রকৌশলী ওবায়দুল হক জানান, খালিয়াজুরীর পেটনা হাওর এলাকায় লোকমান হেকিমের একটি জলমহাল (বিল) রয়েছে। এটি তিনি স্থানীয় প্রশাসনের কাছ থেকে ইজারা নিয়েছেন। জলমহালটি মরাধনু নদীর পাশে অবস্থিত। ওই জলমহালে যাতে নদীর মাছ ঢুকতে পারে- সেজন্য তিনি সোমবার রাত ১০টার দিকে তার লোকজন নিয়ে বাঁধটি কেটে দেন।
এর ফলে পেটনাসহ কয়েকটি হাওরে পানি ঢুকতে শুরু করে। এতে হুমকির মুখে পড়ে খালিয়াজুরী ও মদন উপজেলার কয়েকটি হাওরের বিস্তীর্ণ বোরো ফসল। পরে রাতেই পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কৃষকরা বাঁধটি রক্ষার উদ্যোগ নেন।
প্রকৌশলী ওবায়দুল হক আরও জানান, মামলায় জগন্নাথপুর গ্রামের বাসিন্দা লোকমান হেকিম ছাড়াও তার ব্যাবসার অংশীদার রেজাউল করিমসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়েছে। বাঁধটি কেটে দেওয়ায় বাঁধ ও ফসলের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
খালিয়াজুরীর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এএইচএম আরিফুল ইসলাম বলেন, 'এলাকার কৃষকরা আমাকে রাতেই বিষয়টি জানিয়েছেন। তারা সাবেক চেয়ারম্যান লোকমান হেকিমের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন। আমরা উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ও রাতেই বাঁধটি মেরামতের কাজ শুরু করি।'
পানি উন্নয়ন বোর্ডের (পাওবো) নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত বলেন, 'বাঁধটি গত বছরের পুরনো। কিন্তু শক্ত ছিল। মরা ধনু নদীর পাশের বাঁধ এটি। জলমহালে মাছ ঢোকাতে গিয়ে লোকমান হেকিম ও তার লোকেরা বাঁধটি ভেঙ্গে ফেলেছে। খবর পেয়ে আমরা সেটি মেরামত করছি।'
খালিয়াজুরী থানার ওসি মোঃ মজিবুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।