ঘূর্ণিঝড় ‘অশনি’ বাংলাদেশেও আঘাত হানতে পারে
সাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় 'অশনি'। আর পূর্বাভাস বলছে, ঝড়টি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলে আঘাত হানার সম্ভাবনা ক্রমশ বাড়ছে। ঝড় - বৃষ্টির মুখে পড়তে পারে বাংলাদেশের একাংশ।
সরকারের দায়িত্বশীল একজন মন্ত্রীও এ ঝুঁকির বিষয়ে জানান। দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ভারত মহাসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি সাইক্লোনিক সিস্টেম ডেভেলপ করেছে, সেটা আমরা বুধবার (৪ মে) জানতে পেরেছি। তিনি বলেন, 'এটা ৯ মের মধ্যে হয়তো লঘুচাপে রূপান্তরিত হবে। যেটাকে আমরা 'লো প্রেসার' বলি। এরপর ধীরে ধীরে এটা সুস্পষ্ট লঘুচাপ বা লো প্রেসারের রূপ ধারণ করবে।'
সচিবালয়ে ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি বিষয়ে সভা শেষে বৃহস্পতিবার (৫ মে) দুপুরে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, '১১ মের দিকে নিম্নচাপে রূপান্তরিত হয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে রূপান্তর হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। যদি ঘূর্ণিঝড় হয় তাহলে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হবে 'অশনি'। বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় 'অশনি' উত্তর-পূর্বদিকে ভারতের উড়িষ্যা, পশ্চিম বাংলা হয়ে সাতক্ষীরা জেলায় আঘাত হানতে পারে।'
ভারতের একজন আবহাওয়া বিশেষজ্ঞ রবীন্দ্র গোয়েঙ্কা জানিয়েছেন, ঘূর্ণিঝড়টির আমফানের মতো শক্তিশালী হওয়ার সম্ভাবনা কম। ঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ - ১১০ কিমি। তবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে এব্যাপারে একেবারে নিশ্চিত হওয়া সম্ভব নয়।