‘সিঙ্গাপুরের ফ্লাইট, নামলো চট্টগ্রামে’, ভাইয়ের ৪ লাখ টাকা নিয়ে লাপাত্তার অভিযোগ
ভাতিজাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে ভাইয়ের সাথে প্রতারণা করে ৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। সিঙ্গাপুরের ফ্লাইটের কথা বলে গত ২৮ এপ্রিল ভাতিজাকে বিমানে চড়িয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পর থেকে ওই নারীর আর খোঁজ পাওয়া যায়নি।
ঘটনাটি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৮নং ওর্য়াড বটগাছতলা এলাকার জেলে শহীজল মাঝির বাড়ির।
অভিযুক্ত নারী ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার কুদবা ইউনিয়নের কুদবা গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় অভিযুক্তসহ ৬ জনের নামে লক্ষ্মীপুর জজ আদালতে মামলা দায়ের করেছেন অভিযোগ আনা ভাই শহীজল মাঝি।
শনিবার (১৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইনজীবি এডভোকেট মুনসুর আহমেদ দুলাল। এর আগে গত ৯ মে তারিখে মামলা দায়ের করা হয়।
শহীজল মাঝি জানান, তার ছেলের সিঙ্গাপুর যাওয়ার ব্যবস্থা করে দিতে ৪ লাখ টাকা যোগাড় করে দেন।
অভিযোগকারীর দাবি, টাকা জোগাড়ের একদিন পর ২৯ এপ্রিল সিঙ্গাপুরের ফ্লাইট আছে বলে জানায় অভিযুক্ত। ওই দিন সকালে নগদ চার লাখ টাকাসহ বোন আর ছেলেকে নিয়ে ঢাকার বিমান বন্দরে রওনা হয় শহীজল মাঝি। বিমান বন্দরে যাওয়ার পর তার বোন একজনের ব্যাগে টাকা দেওয়ার জন্য বলে। টাকা দেওয়ার পরপরই তাকে বিমানের টিকিট দিয়ে বিমানে উঠতে বলা হয়।
অভিযোগকারীর ছেলের দাবি, তিনি বিমান বন্দরের ২টি গেট অতিক্রম করার পর দেখা হয় তার ফুফাতো ভাইয়ের সঙ্গে । তাকে ভয় দেখিয়ে তাকে বিমানে ওঠানোর দাবি করেন তিনি। এর ঘণ্টাখানেক পর বিমান চট্টগ্রাম নামে।
চট্টগ্রাম বিমান বন্দর থেকে তাকে একটি হোটেলে কক্ষে নিয়ে অস্ত্র দেখিয়ে মেরে ফেলার ভয় দেখানো হয় বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় মামলা দায়েরর পর আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছে।