৫১ পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ১০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন ইউজিসির
২০২২-২৩ অর্থবছরে ৫১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ব্যয় নির্বাহে প্রায় ১০ হাজার ৫১৬ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন- ইউজিসি।
দেশের ৫১টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আগামী ২০২২-২৩ অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য ১০ হাজার ৫১৫ কোটি ৭১ লক্ষ টাকার বাজেট অনুমোদন করেছে ইউজিসি। বাজেটে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বরাদ্দ দেয়া হয়েছে ১০ হাজার ৪৪৪ কোটি ০৪ লক্ষ টাকা এবং ইউজিসি'র জন্য ৭১ কোটি ৬৭ লক্ষ টাকা।
আজ সোমবার (১৬ মে) এ অনুমোদন দেওয়া হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মূল বাজেটে ৬ হাজার ২৩ কোটি ৬০ লক্ষ টাকার রাজস্ব বাজেট ও ৪০টি প্রকল্পের অনুকূলে ৪ হাজার ৪২০ কোটি ৪৪ লক্ষ টাকার উন্নয়ন বাজেট রয়েছে বলে দেশের উচ্চতর শিক্ষার কর্তৃপক্ষটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।
ইউজিসি চেয়ারম্যান ড. কাজী শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম, অধ্যাপক সাজ্জাদ হোসেন, অধ্যাপক মোহাম্মদ আলমগীর, অধ্যাপক বিশ্বজিত চন্দ, অধ্যাপক মো. আবু তাহের প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।
২০২২-২৩ অর্থবছরে সবচেয়ে বেশি বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৬৪ কোটি এবং সবচেয়ে কম বাজেট পেয়েছে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা ৩ কোটি ৮৩ লক্ষ টাকা।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সময় গবেষণার জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা আগের বাজেটের তুলনায় ৩২ কোটি টাকা বেশি।
অধ্যাপক আবু তাহের বলেন, দেশে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করাই ইউজিসির মূল লক্ষ্য।
ইউজিসি গবেষণা ও উদ্ভাবন খাতে জোর দিচ্ছে এবং বিশ্ববিদ্যালয়গুলোকে সহায়তা করার জন্য ধীরে ধীরে বাজেট বাড়াচ্ছে।
তিনি আরও বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিদেশে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য প্রথমবারের মতো ১০কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে জনগণের কষ্টার্জিত প্রতিটি অর্থ স্বচ্ছতা, জবাবদিহিতা ও সর্বোত্তম ব্যবহারের পরামর্শ দেন তিনি।
এছাড়া, সভায় পরিকল্পনা কমিশনের সদস্য (আর্থ সামাজিক অবকাঠোমো) এবং অর্থ মন্ত্রণালয়ের সচিবের মনোনীত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।