গাজীপুরে স্কয়ার ফার্মায় লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি: ফায়ার সার্ভিস
গাজীপুরের কালিয়াকৈরের স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।
আজ সোমবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কারখানার লার্জ ভলিউম প্যারেন্টাল ইউনিটের অভ্যন্তরে আগুনের সূত্রপাত হয়।
এ প্রতিবেদন লেখার সময় বিকেল ৫.৫৫ পর্যন্ত আগুন নেভাতে কাজ করছিল দমকলের মোট ১৭টি ইউনিট। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা যাচ্ছে না।
'ভেতরে থাকা বিপুল পরিমাণ তরল কেমিক্যাল, প্লাস্টিক, মেশিনপত্র থাকায় আগুনের প্রচন্ড কালো ধোঁয়ার কারণে আগুন নেভাতে সময় লাগছে'- বলে জানিয়েছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম।