খেই হারিয়ে ইভিএম নিয়ে ১০ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছেন ইসি: সিইসি
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভুলত্রুটি ধরতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণাকে উদ্ভট বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তার দাবি, সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার সময় খেই হারিয়ে এমন ঘোষণা দিয়েছেন তার সহকর্মী আনিছুর রহমান।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।
এর আগে নির্বাচন কমিশনার আনিছুর রহমান তার বক্তব্যে বলেন, ইভিএমে ত্রুটি ধরতে পারলে সিইসি ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেবেন।
গত ২২ মে (শনিবার) মাদারীপুরে এক মতবিনিময় সভায় বক্তৃতাকালে তিনি বলেছিলেন, "ইভিএমের কোনো ভুলত্রুটি যদি কেউ ধরতে পারেন, তার জন্য আমাদের প্রধান নির্বাচন কমিশনার ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ারও ঘোষণা দিয়েছেন"।
তিনি এমন ঘোষণা দিতেই পারেন না উল্লেখ করে সিইসি বলেন, "এটা আমার কাছে উদ্ভট কথা মনে হয়েছে। এত টাকাই বা আমরা কোথায় পাব?"
সাংবাদিকরা প্রশ্ন করার সময় কিছুটা ভুল হয়ে যায় বলে মন্তব্য করে তিনি বলেন, "মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে খেই হারিয়ে ফেলি। প্রশ্নবানে জর্জরিত হয়ে অনেক সময় স্লিপ হয়ে যায়। কোনো কমিশনার ইচ্ছাকৃতভাবে কমিশনকে অপদস্থ করার জন্য, সিইসিকে অপদস্থ করার জন্য এ কথা বলেননি।
কথাটা আসলে কিছুটা স্মৃতিভ্রমের কারণে হয়েছে বলে আমি বিশ্বাস করি। অবশ্য দায়িত্বশীল পদে থেকে কিছু বলার সময় আরও সতর্ক হওয়া উচিত।"
তিনি আরও বলেন, "মিডিয়ার মাধ্যমে এটা প্রচারিত হয়েছে। এতে নির্বাচন কমিশনের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।"
কাজী হাবিবুল আউয়াল বলেন, "যারা ইভিএম তৈরি করছেন তারা আন্তরিকতা নিয়ে বলেছেন যে, এটাতে যদি কেউ ভুল বের করতে পারেন তবে তাকে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে। ইসি সদস্য আস্থা অর্জনে হয়তো সেই বক্তব্যকেই উপস্থাপন করতে গিয়ে হয়তো বিভ্রান্ত হয়ে গেছেন। এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই।"
সংবাদ সম্মেলনে ইভিএম মেশিন এখনো সব রাজনৈতিক দলের আস্থাভাজন হতে পারেনি উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল জানান, আসন্ন জাতীয় নির্বাচনে ইভিএম মেশিন ব্যবহারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
"আমরা ইভিএম নিয়ে কোনো রকম সিদ্ধান্ত নেইনি। কোনো চাপের মুখে আমরা মাথা নত করব না, করছি না। ইভিএম নিয়ে আমরা ৫টা মিটিং করেছি, আগামীকালও আরও একটা মিটিং হবে। এরপর ওপেন মিটিং হবে, আপনারা দেখতে পাবেন। আমরা বলেছি ইভিএম নিয়ে আমরা সকলের আস্থা অর্জন করতে চাই।"