সিলেটে ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ, ১৪৩টি মেডিকেল টিম গঠন
সিলেটে বন্যার পানি কমতে শুরু করার সাথে সাথে বাড়তে শুরু করেছে পানিবাহিত রোগ। বেশিরভাগই ডায়রিয়া ও চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। রোগের প্রাদুর্ভাব গোয়াইনঘাট উপজেলায় সবচেয়ে বেশি বলে জানা গেছে।
সিভিল সার্জন কার্যালয়ের হিসাব মতে, এখন পর্যন্ত জেলায় চার শতাধিক লোক পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। তবে সিলেট সিটি করপোরেশনের কাছে এ সংক্রান্ত কোন তথ্য পাওয়া যায়নি।
পানি আরও কমলে রোগবালাই বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে জেলা সিভিল সার্জন অফিস। তবে আক্রান্তদের বেশিরভাগই এখন পর্যন্ত বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। ফলে হাসপাতালগুলোতে রোগীর চাপ এখনও তেমন বাড়েনি।
এদিকে, বন্যা পরবর্তী রোগের প্রাদুর্ভাব ঠেকাতে জেলায় ১৪০টি মেডিকেল টিম গঠন করেছে সিভিল সার্জন অফিস। সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরে গঠন করা হয়েছে আরও ৩টি মেডিকেল টিম।
সিলেটের সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার বলেন, 'বন্যার কারণে পানিবাহিত রোগ বেড়েছে। আমাদের হিসেবে এ পর্যন্ত জেলায় প্রায় সাড়ে ৪০০ লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি চর্মরোগে ও শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছেন আরও কয়েকজন।
সিলেটে বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৪০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে জানিয়ে জেলার এই প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, এরমধ্যে সিলেট সদরে ১০টি, দক্ষিণ সুরমায় ৮টি, বিশ্বনাথে ১১টি, ওসমানীনগরে ৯টি, বালাগঞ্জে ৭টি, ফেঞ্চুগঞ্জে ১০টি, গোলাপগঞ্জে ১৬টি, বিয়ানীবাজারে ১৬টি, জকিগঞ্জে ১০টি, কানাইঘাটে ১২টি, গোয়াইনঘাটে ১০টি, জৈন্তাপুরে ১১টি এবং কোম্পানীগঞ্জে ৭টি মেডিকেল টিম গঠিত হয়েছে। এর বাইরে জেলা সদরে ৩টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।'
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ বলেন, 'পানি নামার সঙ্গে সঙ্গে পানিবাহিত রোগ বৃদ্ধির শঙ্কা থাকে। তবে এজন্য আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।'
তিনি বলেন, ডায়রিয়ায় আক্রান্তদের জন্য নগরের শাহী ঈদগাহ এলাকায় সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে, একইসাথে নগরের রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সিলেট সিটি করপোরেশনকে দায়িত্ব দেয়া হয়েছে।
পচা ও দুর্গন্ধযুক্ত পানির কারণে চর্মরোগ ও ডায়রিয়া বেশি ছড়াতে পারে জানিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, 'সিটি করপোরেশনের উদ্যোগে তিনটি মেডিকেল টিম মাঠে আছে, প্রয়োজনে আরও গঠন করা হবে। এছাড়া নগরে পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।'