গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন
ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শুক্রবার রাত ১০টার দিকে গাজীপুরের মৌচাক রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনের দুটি বগি ও ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন লাইনচ্যুত হওয়ায় বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকে রয়েছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত, ওই রুটে রেল যোগাযোগ বন্ধ ছিল।
উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটিকে লাইন থেকে সরানোর কাজ করছেন বলে জানা গেছে।