ইভিএম যাচাই: ইসির সঙ্গে বৈঠকে আসেনি বিএনপিসহ ৫ দল
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) যাচাই ও আলোচনা সভাতে মঙ্গলবার (২১ জুন) বিএনপিসহ ১৩ রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু, বৈঠকে আসেনি বিএনপিসহ ৫ দল।
নির্বাচন ভবনে আজ বিকেল ৩টায় বৈঠক শুরু হয়।
বিএনপি, বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, ইসলামি আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ- বিএমএল বৈঠকে আসেনি।
তবে, ৮ টি দলেন প্রতিনিধিরা বৈঠকে যোগ দেন। দলগুলো হলো: ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর এ বৈঠকে উপস্থিত আছেন।