৫ দিনে বন্যায় মৃত্যু ৩৬, আক্রান্ত ২,৯৩৪ জন: স্বাস্থ্য অধিদপ্তর
গত ১৭ জুন থেকে ২১ জুন মোট পাঁচ দিনে দেশের ২৭ জেলায় বন্যায় মারা গেছেন ৩৬ জন। এছাড়া চোখের রোগ, সাপের কামড়, ডায়রিয়া, ও চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন বন্যাদুর্গত এলাকার ২,৯২৪ জন।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন পাঁচ জন ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ৪৪২ জন। মঙ্গলবার (২১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বন্যায় গত পাঁচ দিনে সিলেট বিভাগে ১৮ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন, ও রংপুর বিভাগে তিনজন মারা গেছেন। সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন; সিলেট জেলায় ১০ জন ও সুনামগঞ্জে পাঁচজন। বন্যায় পানিতে ডুবে ও সাপের কামড়ে মারা গেছেন মানুষ।
ময়মনসিংহ বিভাগের চার জেলা, চট্টগ্রাম বিভাগের ১১ জেলা, রংপুর বিভাগের আট জেলা, ও সিলেট বিভাগের চার জেলার ৬১টি দুর্গত উপজেলার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বন্যাদুর্গতদের সেবা দিতে এ চার বিভাগে ১৯৭৬টি মেডিকেল টিম কাজ করছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।