পদ্মাসেতুর উদ্বোধনে অংশগ্রহণ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: বিএনপি
পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানানো হলেও দলটি তাতে অংশ নিবে কি না সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপি এই নেতা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে সেটা এখনই জানলাম। আমরা এখন দলীয়ভাবে সিদ্ধান্ত নেব।"
তিনি বলেন, "পার্টি অফিসে আমাদের একটি মিটিং হবে সেখানেই এর সিদ্ধান্ত নেওয়া হবে। এরপরে সেটা মিডিয়াকে অবশ্যই জানানো হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি সবাইকে জানাবেন।"
এর আগে আজ বুধবার সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের উপসচিব দুলাল চন্দ্র সূত্রধর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
বিএনপির সাত নেতার নামের এই আমন্ত্রণপত্র পাঠানো হয়। তবে যে সাতজনকে দাওয়াত দেওয়া হয়েছে তার মধ্যে নেই দলীয় প্রধান খালেদা জিয়ার নাম। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।