অতি সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়, অভ্যন্তরীণ রক্তক্ষরণ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2020/10/13/soumitra_chatterjee.jpg)
উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি নিয়ে খুব বেশি আশার বাণী শোনাচ্ছেন না চিকিৎসকরা। চিন্তার ভাঁজ বর্ষীয়ান অভিনেতার ভক্তদের মাথায়। প্রায় এক মাস ধরে কলকাতার মিন্টো পার্ক লাগোয়া এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন সৌমিত্র। রোববার তার শারীরিক অবস্থার ফের অবনতি হয়।
বেলেভিউ হাসপাতালের তরফে সেদিন সন্ধ্যায় জানানো হয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরের ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। রক্তক্ষরণের ফলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা হ্রাস পেয়েছে। তবে অনুচক্রিকার মাত্রা বেড়েছে অভিনেতার শরীরে।
কোথা থেকে রক্তক্ষরণ হচ্ছে তা জানতে রোববার সন্ধ্যায় তার সিটি অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছে। এরপর রক্তে বিভিন্ন রাসায়নিকের ভারসাম্য ফেরাতে তার ফের ডায়ালিসিস করেন চিকিৎসকরা। এদিন তাকে ৫ বোতল রক্ত দেওয়া হয়েছে।
তার শারীরিক অবস্থা খতিয়ে দেখতে সোমবার আবারও বসবে মেডিক্যাল বোর্ড। জানা গিয়েছে, তাকে পরীক্ষা করে দেখার পর চিকিৎসা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মেডিক্যাল বোর্ডের প্রধান অরিন্দম কর রোববার জানান, 'স্নায়ুর সমস্যাই তার শারীরিক অবস্থা উন্নতি না হওয়ার অন্যতম কারণ বলে মনে হয়। উনি একাধিক উপসর্গ নিয়েও লড়ছেন। কিন্তু খুব বেশি আশা করা যাবে না।'
মূলত সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবচেতন ভাব কিছুতেই কাটছে না। বর্ষীয়ান এই শিল্পীর শরীরের বিভিন্ন প্যারামিটার ঠিক রাখাই এখন চিকিৎসকদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কার্ডিও থোরাসিক ভাস্কুলার সার্জনদের পরামর্শ নেওয়া হচ্ছে, জানা গিয়েছে ডাকা হয়েছে রেডিওলজি বিশেষজ্ঞদেরও। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর সৌমিত্রের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর দিনই বেলেভিউ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দু-দিন পরই তার শারীরিক পরিস্থিতি আচমকা বিগড়ে যায়, এরপর তাকে রাখা হয় আইটিইউতে। গত সোমবার থেকে সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন ৮৫ বছর বয়সী অভিনেতা।
- নোট: শিরোনাম ও বাক্য বিন্যাস কিঞ্চিৎ পরিমার্জিত