অবশেষে শুটিং শেষ ‘লাল মোরগের ঝুঁটি’র
নূরুল আলম আতিকের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় 'লাল মোরগের ঝুঁটি' চলচ্চিত্রের শুটিং শেষ হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই চলচ্চিত্র নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছিল।
মুক্তিযুদ্ধের গল্পের এই চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালে। কুষ্টিয়া, টাঙ্গাইল ও গৌরিপুরের বিভিন্ন লোকেশনে অবশেষে শেষ হয় দৃশ্যধারণ।
'শুটিং শেষ করতে পারলাম, এটাই খুশির খবর। এখন ডাবিং, এডিটিংসহ অন্যান্য কাজ শেষ করে ঠিকঠাক মতো দর্শকের সামনে হাজির করতে চাই সিনেমাটা,' বলেন আতিক।
পাণ্ডুলিপি কারখানার ব্যানারে 'লাল মোরগের ঝুঁটি'তে অভিনয় করেছেন, লায়লা হাসান, আশীষ খন্দকার, আহমেদ রুবেল, অশোক ব্যাপারী, জয়রাজ, শিল্পি সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, ভাবনা, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, সৈকত, যুবায়ের, অনন্ত, মতিউল আলম, হাসিমুনসহ কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরিপুরের সাধারণ মানুষ।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার আশা করছেন পরিচালক।