ঈদে আসছে না শাকিব খানের ‘অন্তরাত্মা’
গত বছর মার্চের শুরুতে মুক্তি পেয়েছিল ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের নতুন সিনেমা 'শাহেনশাহ'। এরপর দেশে করোনারভাইরাসের কারনে বন্ধ করে দেওয়া হয় সবকিছু। বন্ধ থাকে সিনেমা-হলও।
মাঝে বৈশাখ, দুই ঈদ চলে গেছে। হলের দরজা খোলোনি। অবশেষে গত বছরের অক্টোবরে স্বাস্থ্যবিধি মেনে সিনেমা-হল খোলার অনুমতি এলে মুক্তি পায় বেশ কিছু সিনেমা। তবে সেই তালিকায় শাকিব খানের কোনো সিনেমা ছিল না।
অবশ্য শাকিব খানের বেশ কয়েকটি সিনেমা প্রস্তুত আছে মুক্তির জন্য। তার মধ্যে 'বিক্ষোভ' নামে একটি সিনেমা শিগগিরই মুক্তির সম্ভাবনা রয়েছে।
যদিও এরমধ্যে শাকিব বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কথা বিবেচনা করে শুটিং শুরু করেননি।
অবশেষে গত মাসের শুরুতে শাকিব ভক্তদের জন্য এক দারুণ খবর আসে। আসন্ন ঈদ টার্গেট করে গত মাসের শুরু থেকেই শাকিব শুরু করেন নতুন সিনেমার শুটিং।
'অন্তরাত্মা' নামের ওই ছবি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। ছবিটির প্রযোজক সোহানী আলম। বছর কয়েক আগে শাকিব অভিনীত 'সত্তা' সিনেমাটিও তার প্রযোজনায় নির্মিত হয়েছে। 'সত্তা' ও 'অন্তরাত্মা' সিনেমা দুটির গল্পকারও সোহানী।
'সত্তা'য় শাকিবের বিপরীতে কলকাতার অভিনেত্রী পাওলি দাম অভিনয় করলেও 'অন্তরাত্মা'য় অভিনয় করেছেন কলকাতার আরেক অভিনেত্রী দর্শনা বণিক, যিনি সম্প্রতি বলিউডের ইমরান হাশমির সঙ্গে একটি সিনেমা করেছেন, যেটি রয়েছে মুক্তির অপেক্ষায়। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর 'ব্যোমকেশ ৬' সিরিজে অভিনয় করে নজর কেড়েছেন দর্শনা। এবার সুযোগ পেলেন শাকিব খানের সঙ্গে অভিনয়ের।
এরইমধ্যে 'অন্তরাত্মা'র শুটিং শেষ করেছেন পরিচালক ওয়াজেদ আলী সুমন। পুরো শুটিংটা হয়েছে পাবনায়। সেখানকার একটা রিসোর্ট ভাড়া করে টানা প্রায় একমাস চলেছে শুটিং। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করা হয়েছে বলে জানান পরিচালক।
সিনেমাটির গল্প প্রসঙ্গে তিনি বলেন, 'এটি প্রেম ও পারিবারিক গল্পের।'
সিনেমাটির শুটিং চলাকালে শাকিব খানের জন্মদিন পালন করা হয়। সেই ভিডিও দেখেছেন দর্শকেরা। প্রকাশ পেয়েছে সিনেমার বেশ কয়েকটি ছবিও। ছবিতে সাদা পোশাকে অন্যরকম এক শাকিব খানকে দেখা গেছে।
শাকিব খানের নতুন লুক ভক্তরা বেশ পছন্দ করেছেন। যার ফিডব্যাক দিয়েছেন স্যোশাল মিডিয়ায়। তবে শুটিং করতে গিয়ে শাকিব আহতও হয়েছিলেন। নায়িকার সঙ্গে নাচের দৃশ্য অভিনয় করতে গিয়ে চোখে আঘাত পান তিনি। সেটা খুব বেশি গুরুতর নয় বলে জানিয়েছেন অভিনেতা নিজের।
এরইমধ্যে ঢাকায় ফিরেছেন শাকিব। প্রস্তুতি নিচ্ছেন নতুন ছবির অভিনয়ের। সেজন্য অপেক্ষা করতে হবে লকডাউন শেষ হওয়ার।
'অন্তরাত্মা' ছবিটি নিয়ে পরিচালক বলেন, 'আমরা এ বছরের লকডাউনের ঠিক আগে আগে শুটিং শেষ করেছি। এখন ভারতে পোস্ট প্রডাকশনের কাজ চলছে। ছবিটি ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু নতুন করে লকডাউন শুরু হওয়ায় ও সব কাজ সময়মতো শেষ করতে না পারায় এটি ঈদ মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না।'
তিনি আরও বলেন, 'এই অবস্থায় ছবি মুক্তি দেওয়ার কোনো মানে নেই। এখন মানুষ হলে যাবে না। আমাদের উদ্দেশ্যে ছিল মানুষকে হলে সিনেমাটি দেখানোর। সেটাই যখন হচ্ছে না, তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।'