ঈদে বিশেষ ‘ইত্যাদি’
দীর্ঘ তিন দশক ধরে ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি' হয়ে রয়েছে ঈদ আনন্দের অন্যতম অনুষঙ্গ। ঈদ এলেই টিভি দর্শকরা অপেক্ষা করেন এই অনুষ্ঠান দেখার জন্য।
হাজারও দর্শকের মুখরিত মঞ্চে হানিফ সংকেত দর্শকদের জানান ঈদ মোবারক ও সাদর সম্ভাষণ। থাকে বর্ণাঢ্য আয়োজন।
এবারের ঈদের 'ইত্যাদি'র শুরু ও শেষে রয়েছে বিশেষ চমক। এবার ভিন্ন পর্বে দেশের বিনোদন জগতের শীর্ষ তারকাদের দেখা যাবে। রয়েছে একটি বিষয়ভিত্তিক গান সংকলন। গেয়েছেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর। মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও ফরিদ আহমেদের সঙ্গীতায়োজনে গানটির চিত্রায়নে অংশ নিয়েছেন শতাধিক নৃত্যশিল্পী।
ঈদ 'ইত্যাদি'র একটি পর্বে অংশ নিয়েছেন সত্তর দশকের পর্দায় ঝড় তোলা তিন নায়ক। এদের মধ্যে আছেন প্রয়াত বুলবুল আহমেদ, ফারুক ও সদ্য প্রয়াত ওয়াসিম। তাদের সঙ্গে রয়েছেন এই প্রজন্মের তিন নায়ক ঈমন, নীরব ও সজল।
রয়েছে ভিনগ্রহের তিন মানবের এই পৃথিবী নামক গ্রহে আগমন ও ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরে যাওয়া। প্রশংশিত এই পর্বে অংশ নিয়েছেন শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির ও মডেল-অভিনেতা ঈমন এবং একটি বিশেষ চরিত্রে চিত্রনায়ক আলমগীর।
জাহিদ হাসান ও মাহফুজ আহমেদের সঙ্গে অভিনেত্রী ডলি জহুরের একটি মজার প্রশ্নোত্তর পর্ব রয়েছে। ঈদের কেনাকাটা নিয়ে দুটি মজার মিউজিক্যাল পর্বে অংশ নিয়েছেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী ও জয় এবং সঙ্গীতশিল্পী আগুন, বিপ্লব, হাসান ও কুদ্দুস বয়াতী।
একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজনে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনয় ও মডেল তারকা মৌ, মৌসুমি, ফেরদৌস ও নোবেল। আরেকটি গানে অংশ নিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী প্রতীক হাসান, প্রিতম হাসান, কনা ও ঐশী।
রয়েছে বৈচিত্র্যময় আরও আয়োজন।