করোনাকালে জয়ার নতুন ছবি
করোনাভাইরাস মহামারির মধ্যেই নতুন ছবিতে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান তিনি। এরপর সোমবার ছবির বিষয়ে জয়া আহসানের সঙ্গে কথা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের।
তিনি বলেন, "প্যান্ডেমিক এর পিক টাইমে শুট করেছি আমরা। এটা অন্যরকম অভিজ্ঞতা। একদিকে মানসিক অস্থিরতা আরেকটি দিকে বাসায় বসে শঙ্কায় দিন কাটাচ্ছিলাম। তখনই পরিচালক পিপলু আর খান ছবিটিতে অভিনয়ের প্রস্তাব দেন। শুরুতে অবশ্য শর্ট ফিল্মের পরিকল্পনা ছিলো কিন্তু এটা পরে ফিচার ফিল্ম হয়ে যায়।"
জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা পিপলু আর খানের প্রথম ছবি 'হাসিনা দ্য ডটার টেল'। দ্বিতীয় ছবি এটি। কিন্তু কাহিনীচিত্র হিসেবে এটাই প্রথম। তবে এখনো ছবির নাম চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।
সোমবার সকালে এই নির্মাতা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমি আসলে সিনেমাটা নিয়ে এখনই কিছু বলতে চাইনা। আমি তো পুরোপুরি বিজ্ঞাপনের মানুষ। মাঝেমধ্যে শখে সিনেমা বানানোর চেষ্টা করি। তাই এটা খুব নীরবে করতে চাই। আগে সবকিছু ঠিকমতো শেষ করি তারপর বলব।"
জানা গেছে, ছবিটির চিত্রনাট্য করেছে পিপলু আর খান নুসরাত মাটি। আর প্রযোজনা করেছে পিপলু আর খানের 'অ্যাপল বক্স ফিল্মস', পরিচালক আবু শাহেদ ইমন এর 'বক্স অফিস মাল্টিমিডিয়া' এবং জয়া আহসানের প্রযোজনা প্রতিষ্ঠান 'সি তে সিনেমা'।