করোনার ভয়ে বেইজিং যাচ্ছে না জেমস বন্ড
জেমস বন্ড সিরিজের ২৫তম চলচ্চিত্র 'নো টাইম টু ডাই'। মুক্তি সামনে রেখে এটির প্রচারণায় চীনের রাজধানী বেইজিং যাওয়ার কথা ছিল অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপে দেশটি প্রবলভাবে কাবু। প্রাণঘাতী এই ভাইরাসে সংক্রমিত হওয়ার ভয়ে তাই বেইজিং সফর বাতিল করা হয়েছে।
চলচ্চিত্রে টাকা উঠে আসার হিসেবে দুনিয়ার দ্বিতীয় বড় বাজার চীন। গত বছর ৬ বিলিয়ন মার্কিন ডলারের চেয়েও বেশি রাজস্ব এই খাত থেকে এসেছিল। 'ডিসনি'স অ্যাভেঞ্জারস: এন্ডগেম' একাই আয় করেছিল ৪৫০ মিলিয়ন ডলারের চেয়েও বেশি। খবর দ্য সানডে টাইমসের।
'নো টাইম টু ডাই' যুক্তরাজ্যে মুক্তি পাবে ৩ এপ্রিল। ধারণা করা হচ্ছে, দুর্ধর্ষ স্পাই জেমস বন্ডের চরিত্রে এর পর আর দেখা যাবে না তারকা অভিনেতা ড্যানিয়েল ক্রেইগকে। আন্তর্জাতিক বাজার থেকে চলচ্চিত্রটির উপার্জনের একটি বড় অংশ চীন থেকে আসবে, সেই আশায় গুড়েবালি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কেননা, করোনার কারণে ইতিমধ্যেই দেশটির ৭০ হাজারেরও বেশি সিনেমা-হল বন্ধ হয়ে গেছে।
চীনের পর পার্শ্ববর্তী দেশগুলোতে পূর্বনির্ধারিত প্রচারণা কার্যক্রমও বাতিল করবে কি না, সে ব্যাপারে এখনও কিছু বলেনি টিম 'নো টাইম টু ডাই'। কেননা, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভিয়েতনামেও করোনা ভাইরাসের উপস্থিতি চিহ্নিত করা হয়েছে।