করোনায় আক্রান্ত অক্ষয় কুমার, রয়েছেন হোম কোয়ারেন্টিনে
সাম্প্রতিক সময়ে বলিউডের বেশ কয়েকজন নামি তারকা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এবার সেই তালিকায় নাম উঠল বলিউডের সবচেয়ে ফিট অভিনেতা অক্ষয় কুমারের।
রবিবার সকালে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানালেন অভিনেতা অক্ষয় কুমার। টুইট বার্তায় খিলাড়িখ্যাত এ অভিনেতা জানিয়েছেন, সকালে তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, আপাতত হোম কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। প্রয়োজনীয় মেডিক্যাল পরামর্শ নিচ্ছেন, পাশাপাশি গত কয়েকদিনে তার সংস্পর্শে যারা এসেছেন, তাদের সকলকে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন 'আক্কি'।
তিনি বলেন, 'আমি আশাবাদী দ্রুত কাজে ফিরব'।
'রাম সেতু' ছবির শ্যুটিং সারছিলেন অক্ষয়। গত ৩০শে মার্চ মুম্বাইতে এ ছবির শ্যুটিং শুরু হয়। ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করছেন জ্যাকলিন ফার্নান্দেজ ও নু্সরাত ভারুচা। সমস্ত কোভিড বিধি মেনেই শ্যুটিং চলছিল, তবুও রেহাই পেলেন না অভিনেতা।
উল্লেখ্য,সম্প্রতি করোনার সেকেন্ড ওয়েভ আছড়ে পড়েছে ভারতে। দেশটির মহারাষ্ট্রের করোনা পরিস্থিতিই সবচেয়ে বেশি ভয়াবহ। একাধিক বলিউড তারকাও করোনার গ্রাসে পড়েছেন। দুদিন আগেই আলিয়া ভাটের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। কার্তিক আরিয়ান, আমির খান, মিলিন্দ সুমানের মতো তারকারা সম্প্রতি কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।