করোনায় মারা গেলেন অভিনেতা সাদেক বাচ্চু
প্রখ্যাত অভিনেতা সাদেক বাচ্চু মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বেলা ১২টা ৫ মিনিটের চলচ্চিত্রের এই খ্যাতিমান অভিনেতা মৃত্যুবরণ করেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
এর আগে, রোববার (১৩ সেপ্টেম্বর) তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
শনিবার রাত থেকেই বর্ষিয়ান এই অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে এবং তাকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্ট দেওয়া হয়।
এর আগে, বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেদিনই তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে।
বেশ কিছুদিন ধরেই অভিনয় থেকে দূরে ছিলেন সাদেক বাচ্চু। মঞ্চ, রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্রে পাঁচ দশকেরও দীর্ঘ অভিনয় ক্যারিয়ার ছিল তার।
'চাঁদনী' চলচ্চিত্রে খলনায়কের অভিনয় করে তিনি সাড়া ফেলে দেন। তারপর তাকে রুপালি পর্দায় খলনায়কের চরিত্রেই বেশি দেখা গেছে।
এদিকে, বেইলি রোডের মহিলা সমিতিতে এক মঞ্চনাটকে তার অভিনয় দেখে মুগ্ধ হয়ে তাকে বাংলাদেশ টেলিভিশনে নিয়ে যান টিভি প্রযোজক আবদুল্লাহ ইউসুফ ইমাম। এরপর ১৯৭৪ সালে টিভি নাটক 'প্রথম অঙ্গীকার'-এ অভিনয় করেন তিনি, তারপর এক হাজারেরও বেশি টিভি নাটকে অভিনয় করেছেন।
অন্যদিকে, তার অভিনীত প্রথম চলচ্চিত্র 'রামের সুমতি'।
সাদেক বাচ্চুর জন্ম ১৯৫৫ সালের ১ জানুয়ারি, চাঁদপুরে। তার আসল নাম মাহবুব আহমেদ।