কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’
কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে একটি বিশেষ উপস্থাপনা হিসেবে প্রদর্শীত হবে বাংলাদেশি পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর 'নো ল্যান্ডস ম্যান'। নিজের ফেসবুক প্রোফাইলে এই খবর জানান ফারুকী।
আজ (২৬ নভেম্বর) শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসব চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। সিনেমার প্রদর্শনীতে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে উপস্থিত থাকবেন অস্কার ও গ্র্যামি জয়ী সুরকার এ আর রহমান এবং অস্ট্রেলিয়ান অভিনেত্রী মেগান মিচেল।
মধ্যপ্রাচ্যের সবচেয়ে পুরনো এবং সম্মানিত কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের এই আসরে ৬৩টি দেশের ৯৮টি সিনেমা প্রদর্শীত হবে।
'নো ল্যান্ডস ম্যান' মুভির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। একজন দক্ষিণ এশীয় মানুষের অস্তিত্বের সংকটের গল্প বলে এই মুভি।
বাংলাদেশি গায়ক ও অভিনেতা তাহসান খান এবং মেগান মিচেলও অভিনয় করেছেন এই মুভিতে।
এর আগে 'কারেন্ট ওয়েভস' বিভাগের অধীনে ট্যালিন ব্ল্যাক নাইটস ফিল্ম ফেস্টিভ্যাল -এর জন্য নির্বাচিত হয়েছিল।
মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং ভারতে শ্যুট করা মুভিটি প্রধানত ইংরেজি ভাষায় নির্মিত। হিন্দি এবং উর্দুতে কিছু সংলাপও রয়েছে এতে।