কোর্ট ম্যারেজ করবেন ক্যাটরিনা-ভিকি!
বলিপাড়ায় সবকিছু ছাপিয়ে গত কয়েক মাস ধরে চলছে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের খবর নিয়ে জল্পনা। এরই মধ্যে দুজনকে 'ভিক্যাট' বলে ডাকতে শুরু করেছেন নেটিজেনরা।
তাদের বিয়ের তারিখ থেকে শুরু করে ভেন্যু সবই প্রকাশ্যে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে এই বিয়ে নিয়ে মুখ খোলেননি প্রেমিক যুগল।
মাস কয়েক আগে জানা যায়, রাজস্থানের ৭০০ বছর পুরোনো দুর্গে বসবে ক্যাটরিনা-ভিকির রাজকীয় বিয়ের আসর। আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে হবে এই জুটির বিয়ে। কিন্তু কাহিনিতে বড়সড় টুইস্ট!
এবার জানা যাচ্ছে, ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ের আয়োজনের আগেই কোর্ট ম্যারেজ সারবেন ক্যাটরিনা-ভিকি।
ইটিটাইমস সূত্রে খবর, বিয়ের আচার-অনুষ্ঠান শুরুর জন্য রাজস্থানে উড়ে যাওয়ার আগে আগামী সপ্তাহে মুম্বাইতে আইনি বিয়ের পর্ব সেরে ফেলবেন তারকা দম্পতি।
কারোরই অজানা নয় যে, ক্যাটরিনা ভারতের নাগরিক নন। তার ব্রিটিশ পাসপোর্ট রয়েছে; স্বভাবতই ভিকি-ক্যাটের আইনি বিয়ের প্রক্রিয়া একটু আলাদা হবে। সেই সব ঝক্কি শেষ করেই রাজস্থানে ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য রওনা দেবেন দুজনে।
এদিকে বিশেষ দিনের মুহূর্তগুলো যাতে ইন্টারনেটে ফাঁস না হয়ে যায় তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন দুজনে, খবর ক্যাট-ভিকির ঘনিষ্ঠমহল সূত্রে।
জানা গেছে, বিয়ের ছবি ফাঁস হওয়া আটকাতে ক্যাটরিনা-ভিকির বিয়ের কার্ডে বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। দুই পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতেই বিয়ে করবেন ক্যাটরিনা-ভিকি। তাদের কাছে বর-কনের অনুরোধ বিয়েবাড়িতে যেন কেউ মোবাইল ফোন ব্যবহার না করে।
এমনকি বিয়ের ভেন্যুতে মোবাইল নিয়ে একেবারেই ঢোকা যাবে না। যে ইভেন্ট ম্যানেজমেন্ট তাদের বিয়ের দায়িত্ব নিয়েছে, তাদেরও কড়া বার্তা দিয়েছেন দুজনে। যারা বিয়ের ছবি তুলবেন, তারাও ক্যাটরিনা ও ভিকির অনুমতি ছাড়া ছবি আপলোড করতে বা অন্য কাউকে হস্তান্তর করতে পারবেন না।
বলিপাড়া সূত্রে খবর, বিয়ের দিন সব্যসাচীর পোশাকে সাজবেন মিয়া-বিবি। এখন ক্যাটরিনা-ভিকির এই বহুল আলোচিত বিয়ের দিকেই তাকিয়ে সকলে। কনের সাজে কেমন লাগবে ক্যাটরিনাকে? ভেবেই উত্তেজিত ভক্তরা।